শুক্রবার, ১৮ মে, ২০১২

Betta Fish Exhibition and Competition - 2012 Organized by Bangladesh Aquarists


সা'দ মোহাম্মদ আন্দালিব
প্রধান সম্পাদক
বাংলাদেশ একুয়ারিষ্ট নিউজ ফ্লাস

গত ৯ই মার্চ দেশের সৌখিন মৎস্যপ্রেমীদের সংগঠন বাংলাদেশ একুয়ারিষ্ট (Bangladesh Aquarists) এর উদ্যোগে ধানমন্ডির আবাহনী মাঠে অনুষ্ঠিত হয়ে গেলো সিয়ামিজ ফাইটিং ফিস বা বেটা ফিস নিয়ে প্রদর্শনী এবং প্রতিযোগিতা। বাংলাদেশে এই ধরণের আয়োজন এটাই প্রথম । ১৩ জন সৌখিন মৎস্যপ্রেমীর মোট ৫০টি মাছ প্রদর্শনীতে স্থান পায়। ফাইটিং ফিস / বেটা ফিস এর প্রজনন প্রক্রিয়া হাতে কলমে দেখানোর লক্ষ্যে প্রদর্শনীতে বিশেষ ব্যবস্থা রাখা হয়। সংগঠনের সদস্যরা প্রত্যক্ষ ভোটের মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী মাছগুলোর মধ্য থেকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান নির্ধারণ করেন। প্রদর্শনীতে ছোট বড় সব বয়সের দর্শনার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং তাদের আগ্রহ আয়োজকদের প্রত্যাশাকে ছাড়িয়ে যায়। আয়োজকদের পক্ষ হতে জানানো হয়েছে যে, সৌখিন মৎস্যপ্রেমীদের নিয়ে গঠিত এই সংগঠনটির  কার্যক্রম বর্তমানে প্রাথমিকভাবে ফেইসবুকের মাধ্যমে পরিচালিত করা হচ্ছে, তবে অল্প কিছু দিনের মধ্যেই সংগঠনের কার্যক্রম আরও ব্যাপকভাবে বিস্তৃত করা হবে। নিয়মিত প্রদর্শনী, অভিযান, কর্মশালা ও সভা-সেমিনার আয়োজনের মাধ্যমে একটি সুস্থ বিনোদনের মাধ্যম ও সখ হিসেবে সৌখিন মৎস্যপালনকে দেশবাসীর সামনে তুলে ধরার লক্ষ্যে বাংলাদেশ একুয়ারিষ্ট কাজ করে যাচ্ছে। এই প্রদর্শনী ও প্রতিযোগিতা লব্ধ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে আরও বড় উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন বাংলাদেশ একুয়ারিষ্ট এর সদস্যরা।